স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের তারকা দৌড়বিদ জহির রায়হান। আগামীকাল (৪ আগস্ট) বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। জহির গত মাসে থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ২০০ মিটার সেমিফাইনালে উঠেছিলেন। ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেছিলেন তিনি। ১৯ দিনের মাথায় জহির সেই টাইমিং নামিয়ে এনেছেন ২১.৩৪ সেকেন্ডে। আজ (বৃহস্পতিবার) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে এ টাইমিং করে জহির রায়হান উঠেছেন ২০০ মিটারের সেমিফাইনালে।
চীনের অন্যতম শহর চেংদুতে গত ২৮ জুলাই শুরু হয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। যে গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুইজন। অন্যজন ১০০ মিটার হার্ডলসে তামান্না। তামান্নার ইভেন্ট আগেই শেষ হয়েছে। তিনি হিটে ১৫.৫৪ সেকেন্ড সময় নিয়ে ৭ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ১০:০০