ডেস্ক নিউজ : আগুনে পুড়ে যাওয়ার ভয়ে বাড়ির লোকজনের কাপড়-চোপড় ও মালামাল অন্যর বাড়িতে রেখে এসেছেন হারুন প্যাদা । ঘরবাড়িতে যেকোনো সময় আগুন লাগার আতঙ্ক নিয়ে দিন পার করছেন।
ভুক্তভোগী হারুন প্যাদা জানান, অলৌকিক কোন কারণে তার বাড়িতে ৬ দিনে ১৭ বার আগুন ধরেছে। বাড়ির বিভিন্ন স্থান-কখনও রান্নাঘরে, কখনওবা কাপড়ের ট্রাংকের ভেতর, আবার কখনও ঘরের চালাতে আগুন ধরেছে।
হারুন প্যাদার বাড়ি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউপির হরিমৃত্যুঞ্জয় গ্রামে।
ভুক্তভোগী হারুন প্যাদার ছেলে শাহিন প্যাদা বলেন, আমরা এখন বিশ্বাস করে নিয়েছি এটা অলৌকিক আগুন।
হারুন প্যাদার বাড়ির উঠানে ফেলা রয়েছে আগুনে পোড়া তোশক। জানতে চাইলে হারুন প্যাদার স্ত্রী খালেদা বেগম বলেন, পরিবার নিয়ে সবাই খুব আতঙ্কে আছি। ৬ দিন হল হঠাৎ করেই বাড়ির বিভিন্ন জায়গায় ঘরের বিছানায়,পর্দায়, গোয়ালঘরে আগুন ধরে যাচ্ছে। কিন্তু কীভাবে আগুন ধরছে সেটা আমরা কেউই কিছু বুঝে উঠতে পারছি না।
তিনি বলন, দরজা বন্ধ করে দিয়ে সবাই বাইরে বেরিয়ে যাবার পরেও ঘরের বিছানায় আগুন কী ভাবে ধরে যাচ্ছে সেটাই আমাদের আশ্চর্যজনক লাগছে। বাড়িতে বাচ্চা রয়েছে। ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে গোটা বাড়ির ইলেকট্রিক লাইন পরীক্ষা করানো হয়েছে। লাইনে কোনও সমস্যা নেই। তবুও হঠাৎ হঠাৎ ঘরে আগুন লেগে যাচ্ছে।
প্রতিবেশী ঈসমাইল চৌকিদার বলেন, এমন ঘটনা সিনেমায় দেখেছি। গোয়েন্দা ও ভূতের গল্পের বইয়ে পড়েছি। আর এখন সেই সব বাস্তবে দেখতে পাচ্ছি
এ ব্যাপারে কুকুয়া ইউপি চেয়ারম্যান মো.বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখতেছি।
আমতলী থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তার জানা নেই।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:০৯