স্পোর্টস ডেস্ক : ৩২ জন ক্রিকেটারদের নিয়ে মিরপুরে চলছে প্রস্তুতি ক্যাম্প। গত কয়েকদিন ধরেই প্রস্তুতি ক্যাম্পে যারা রয়েছেন তারা নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। আর তাদের সঙ্গে রয়েছেন রিয়াদও। তিনিও নিজেকে ঝালিয়ে নিতে প্রস্তুতিতে নিজের ঘাম ঝরাচ্ছেন।
সবার সঙ্গে আজ মাহমুদউল্লাহও ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ায় আপাতত কিছু খেলোয়াড় অনুশীলনে যোগ দিতে পারছেন না। সেই ক্রিকেটাররা ছাড়া আজ ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইয়াসির রাব্বি ও এবাদত হোসেনের মতো ক্রিকেটাররা। ৩২ জনের প্রস্তুতি ক্যাম্প থেকে ২০ কিংবা ২২ জন ক্রিকেটারকে চূড়ান্ত করবে বিসিবি এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য। যদিও তামিম ও মাহমুদউল্লাহ দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে এখনও শঙ্কা রয়েই গেছে।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৮