আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে দেশীয় প্রজাতির পাখি পালন নিষিদ্ধ করে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আজতাক।
মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক বলেন- তোতা,কাকাতুয়া, মুনিয়া ইত্যাদির মতো কোনও ভারতীয় পাখিকে বাড়িতে খাঁচায় রাখতে দেওয়া হবে না। শিগগিরই এ বিষয়ে বনমন্ত্রণালয় বাড়িতে ভারতীয় প্রজাতির পাখি পালন নিষিদ্ধ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করবে বলে জানান মন্ত্রী।
তবে ম্যাকাওয়ের মতো বিদেশী প্রজাতির পাখি পালনে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে। এজন্য অবশ্য লাইসেন্স ফি হিসাবে ১৫ হাজার টাকা দিতে হবে। এছাড়াও প্রকাশ্যে বিদেশি পাখির প্রদর্শনী নিষিদ্ধ করা হবে।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘আমরা ইতিমধ্যে এই বিষয়ে একটি খসড়া তৈরি করেছি, তবে প্রয়োজনীয় আইনটি এই মাসের শেষের মধ্যে কার্যকর হবে।”
মন্ত্রী বলেন, যারা এই নির্দেশ অমান্য করবেন তাঁদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এই বিষয়টিতে নজরদারির দায়িত্বে থাকবে একটি দল। এই নির্দেশ জারি হলেও কিছুটা সময় মানুষকে জানার জন্য সময় দেওয়া হবে। সেই সময় বন দফতর রাজ্যের সর্বত্র প্রচার চালাবে। যাতে মানুষ এই পাখি পোষার সরকারি নিয়ম সম্বন্ধে অবগত হতে পারেন।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৮