স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কোনোদিন বার্সেলোনা ছাড়তে পারেন, এটা ভাবতেই পারেননি কেউ। কিন্তু তিনিও অন্যত্র গেছেন। কিংবা যেতে বাধ্য হয়েছেন। কারণ পেশাদারে ফুটবলে দলবদলই শেষ কথা। বাজারে নিজের মূল্য বাড়ানোর যে এটা সেরা কৌশল। সেই পথ এবার অনুসরণ করছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ওসমান দেম্বেলে। তিনি পাড়ি জমাচ্ছেন পিএসজিতে।
তবে তার এই দলবদল হতাশ করেছে বার্সা কোচ জাভি হার্নান্দেজকে। কাতালান ক্লাব ছেড়ে নেইমারও সেখানে পাড়ি দিয়েছিলেন। আজ তার অবস্থান কোথায়, সে বিষয়ে দেম্বেলেকে সতর্ক করেছেন জাভি। তবুও ক্যাম্প ন্যুতে তাকে ধরে রাখতে পারেননি তিনি।
তবে জাভির হতাশ হয়েছেন অবশ্য অন্য কারণে। টিভি থ্রি-এর সঙ্গে আলাপকালে বার্সা কোচ বলেছেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তার এই সিদ্ধান্ত আমাকে কষ্ট দিয়েছে। কারণ আমরা তার যত্ন নিয়েছি। দেম্বেলেকে যখন ক্লাবে নেওয়া হচ্ছিল, তখন সমর্থকদের অনেকে সমালোচনা করছিলেন। কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে তাকে আমাদের সঙ্গে নিয়েছিলাম।’
জাভি যোগ করেন, ‘হ্যা! আমি কিছুটা হতাশ। আমরা তাকে ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু ততক্ষণে দেম্বেলে পিএসজি কোচ লুইস এনরিকে ও চেয়ারম্যান নাসের আল খেলাইফিকে কথা দিয়ে ফেলেছেন। তখন তাকে আর বোঝানোর কোনো উপায় ছিল না।’
মনে কষ্ট পেলেও দেম্বেলেকে শুভকামনা জানিয়ে জাভি বলেছেন, ‘দলবদল বাজারের একটা নিয়ম। আমরা এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না। এটা আমাদের নাগালের বাইরে। তবে বার্সা তার মতো করেই চলবে। যেমনটি অতীতে চলেছে। তবে যারা ক্লাবে থাকতে চায় না, তাদেরকে ছেড়ে দিতে হবে।’
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫৬