আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে তীব্র গরম পড়ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে চলতি সপ্তাহে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট তথা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এর আগে গত মাসে ইরানের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা ৬৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি অনুভূত হয়। ফারেনহাইটের হিসাবে ১৫২ ডিগ্রির বেশি।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/রাত ৮:২৮