বিনোদন ডেস্ক : কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) দফতরে অভিনেত্রী, সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি রুপি আর্থিক প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণার শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে অভিযোগটি দাখিল করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা।
তাদের অভিযোগ, ২০১৪ সালে কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য ‘মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে একটি কোম্পানিকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে দেন শতাধিক ব্যক্তি। চুক্তি অনুযায়ী, তিন বছরের মধ্যে তাদেরকে ফ্ল্যাট হস্তান্তর করার কথা ছিল। কিন্তু ২০২৩ সালে এসেও তারা ফ্ল্যাট বুঝে পাননি।
অভিযুক্তদের দাবি, এই কোম্পানির একজন ডিরেক্টর নুসরাত জাহান। ফলে তার দিকেই অভিযোগের আঙুল। গত কয়েক দিন ধরে কলকাতার সিনেমা ও রাজনীতির ময়দানে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।
বিষয়টি নিয়ে নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এটা প্রায় ১০ বছর আগের ঘটনা। এ বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন। আর যেহেতু এখনও ইডির পক্ষ থেকে কোনো নোটিশ পাইনি, তাই কিছু বলতেও চাই না।’
অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়, তিনি বর্তমানে বসিরহাটে রয়েছেন, সেখানে ‘মেন্টাল’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গের লোকসভা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত জাহান। তার নির্বাচনী এলাকা বসিরহাট।
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৫