স্পোর্টস ডেস্ক : ইতিহাসের অন্যতম জমজমাট অ্যাশেজ হয়েছে এবার। সদ্যসমাপ্ত অ্যাশেজের শেষ তিন টেস্টে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে সিরিজ হার থেকে বেঁচে গেছে ইংল্যান্ড। সিরিজ হার এড়ালেও জরিমানা এড়াতে পারেনি বেন স্টোকসের দল। স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে জরিমানা করেছে আইসিসি। নিয়ম অনুযায়ী ম্যাচ ফি জরিমানা করার আশাপাশি কাটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও। আইসিসির স্লো ওভার রেটের নিয়ম অনুসারে প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি পয়েন্ট কাটা হয়।
পাঁচ টেস্টের সিরিজের চারটিতেই স্লো ওভার রেটের জন্য সব মিলিয়ে ১৯ পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। অন্যদিকে চতুর্থ টেস্টে স্লো ওভার রেটের কারণে ১০ পয়েন্ট কাটা পড়েছে অস্ট্রেলিয়ার। নিয়ম অনুসারে, পাঁচদিনের টেস্ট ম্যাচে প্রতিদিন ৯০ ওভার করে খেলতে হয়। এর মধ্যে ৮০ ওভার পরে নতুন বল নিতে পারে বোলিং টিম। আর নিয়ম অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতি টেস্টে জয়ের জন্য ১২ পয়েন্ট করে পাওয়া যায়, আর ড্র করলে পায় ৪ পয়েন্ট।
এজবাস্টনে প্রথম টেস্টে নির্ধারিত রেটের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় টেস্টে ৯ ওভার, ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ৩ ওভার এবং ওভালে পঞ্চম টেস্টে ৫ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৯ পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম টেস্টে ১০ শতাংশ, দ্বিতীয় টেস্টে ৪৫ শতাংশ, চতুর্থ টেস্টে ১৫ শতাংশ ও শেষ টেস্টে ২৫ শতাংশ হারে ম্যাচ ফিও কাটা গেছে তাদের।
এদিকে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ১০ ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে হারিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া পয়েন্ট হারানোয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।
পয়েন্ট হারানোর পর ৩০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া ও ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইংল্যান্ড। আইসিসির স্লো ওভার রেট নীতি আরও কঠোর করা হয়েছে গত ১৩ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত বার্ষিক সভায়। পরিবর্তনগুলো চলমান ২০১৩-২৫ চক্রেই কার্যকর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০০