আন্তর্জাতিক ডেস্ক : টাইফুন ডকসুরির প্রভাবে এক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের কবলে চীনের রাজধানী বেইজিং। ফলে দেখা দিয়েছে ব্যাপক ভূমিধস ও বন্যা। এতে পানিতে ভেসে গেছে গাড়ি, ভেঙে গেছে রাস্তাঘাট।
এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১১ জন এবং নিখোঁজ রয়েছে ২৭ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা সিএনএন।
শহর থেকে এক লাখ ২৭ হাজার জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। এদিকে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ সর্বোচ্চ সতর্কতা রেড এলার্টের মধ্যে রয়েছে।
বেইজিং এ গত দুইদিন ধরে ১৭৫.৭ মিলিমিটার (প্রায় ৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর। এছাড়া অন্যান্য এলাকাগুলোর অবস্থা আরও ভয়াবহ বলছে সংস্থাটি। মেনটুগু জেলায় গড় বৃষ্টিপাত ছিল ১৮ ইঞ্চির বেশি, যেখানে কাছাকাছি এলাকা ফ্যাঙ্গাশনে বৃষ্টিপাত হয়েছে ১৬ ইঞ্চি।
সাম্প্রতিক বছরগুলোতে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনের মধ্যে ডকসুরি ছিল অন্যতম। টাইফুনটি দুর্বল হয়ে পরলেও এর প্রভাবে চীনের উত্তরাঞ্চলে এক দশকের সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে। এর আগে ২০১২ সালে এমন ঝড় বৃষ্টিপাত হয়েছিলো বেইজিং এ।
এদিকে ডকসুরির প্রভাবে শত শত ট্রেন যাত্রী বেইজিংয়ের উপকণ্ঠে আটকা পড়েছে বলে জানিয়েছে একটি রাষ্ট্রীয় রেডিও স্টেশন। কিছু যাত্রী খাবার ছাড়া ৩০ ঘন্টা পর্যন্ত আটকে ছিল জানায় উদ্ধার হওয়া কয়েকজন।
এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
কিউএনবি/অনিমা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২৫