জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি,র মাটিরাঙ্গা উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২-২০২৩ অর্থবছরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার অংহলা প্রু মারমা, বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নাদির আহম্মেদ, উত্তর শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জাকির হোসেন, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রবিউল ইসলাম সহ বিশেষ চাহিনা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলার যে চারটি প্রাথমিক বিদ্যালয় এর ছাএ/ছাত্রীরা ডিভাইজ পেলেন ভাগ্য কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছালাউদ্দিন ১টি ত্রুাচ, মংজাই কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসমা ১টি হুইল চেয়ার, বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো:কাউচার ১টি হুইল চেয়ার, যুদ্ধকুমার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনি লতা ত্রিপুরা ১টি ত্রুাচ পেয়েছে। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে ডিভাইসগুলো তুলে দেন।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪