স্পোর্টস ডেস্ক : তবে তালিকায় জায়গা হয়নি ঢাকা লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করা এনামুল হক বিজয় কিংবা দীর্ঘদিন জাতীয় দলের রাডারে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনের। আগামী ৩১ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। মাঝে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ওয়ানডে সিরিজ। বড় দুই টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে সোমবার (৩১ জুলাই) ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বিসিবি। প্রাথমিকভাবে তালিকায় জায়গা পেয়েছেন ৩২ ক্রিকেটার। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এইচপি, ইমার্জিং ও কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এ প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে।
ফলে স্বাভাবিকভাবে ক্যাম্পে সুযোগ পেয়েছেন মার্চের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ। তার সঙ্গে জায়গা করে নিয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা সৌম্য সরকার। তবে বোর্ডের বিবেচনায় আসেনি এক সময় জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন কিংবা সবশেষ ঢাকা লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করা বিজয়। ক্যাম্পে অবশ্য থাকছেন জাতীয় দল থেকে অনিয়মিত হয়ে পড়া মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহানরা।
এছাড়া ইমার্জিং দলে খেলা তরুণ ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, তানজিম সাকিব ও তানজিদ তামিম ডাক পেয়েছেন। তাদের সঙ্গে অবশ্য বিবেচনায় আসেননি আমিনুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।প্রস্তুতি ক্যাম্পে প্রথম সপ্তাহে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করা হবে। এরপর শুরু হবে স্কিল ক্যাম্প। স্কিল ক্যাম্পের আগে ঘোষণা করা হবে ২১-২২ সদস্যের দল। সেখান থেকে একটি স্কোয়াড নিয়ে এশিয়া কাপের মিশনে যাবে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড সিরিজ। দুটোর পারফরম্যান্স বিবেচনায় ঘোষণা করা হবে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড। ফলে এশিয়া কাপে জায়গা পাওয়াদেরই বিশ্বকাপ খেলা নিশ্চিত নয়।
এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া ক্যাম্পে শুরু থেকে থাকা হচ্ছে না সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও আফিফ হোসেনের। এছাড়া জিম আফ্রো টি-টেন খেলা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম কিছুদিন বিশ্রাম নিয়ে তারপর যোগ দেবেন ক্যাম্পে।
প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের তালিকা: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটুয়ারি, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪