স্পোর্টস ডেস্ক : এলপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্স। কলম্বোর দলে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম থাকলেও প্রথম ম্যাচে দলে জায়গা পাননি তরুণ এই পেসার। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শরিফুলের কলম্বো।
বাবর আজম, পাথুম নিসাঙ্কা, মোহাম্মদ নেওয়াজ এবং মাথিশা পাথিরানাদের নিয়ে শক্তিশালী একাদশ বানিয়েছে কলম্বো। শরিফুল ইসলামের দলের নেতৃত্বে আছেন লঙ্কান উইকেটরক্ষক নিরোশান ডিকাভেলা। শরিফুলদের দলে আছেন নাসিম শাহ এবং চামিকা করুনারত্নের মতো পেসার।
হৃদয়ের জাফনা কিংসের নেতৃত্বে আছেন থিসারা পেরেরা। দলটির ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ এবং নিশান মাদুশকার মতো বিধ্বংসী দুই ব্যাটার। মিডল অর্ডারে হৃদয়কে সঙ্গ দিতে আছেন লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কা। বোলিংয়ে আছেন মহেশ থিকশানা এবং দিলশান মাদুশাঙ্কার মতো ভয়ঙ্কর বোলার।
প্রথম ম্যাচে জাফনা কিংসের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, নিশান মাদুশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, প্রিয়মল পেরেরা, তাওহীদ হৃদয়, দুনিথ ওয়েল্লালাগে, থিসারা পেরেরা, মহেশ থিকশানা, বিজয়কান্ত ভিয়াস্কান্থ, দিলশান মাদুশাঙ্কা, হার্দুস ভিলজোয়েন। কলম্বো স্ট্রাইকার্স একাদশ: বাবর আজম, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকাভেলা, নুয়ানিদু ফার্নান্দো, যশোধা লঙ্কা, চামিকা করুনারত্নে, রমেশ মেন্ডিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, মাথিশা পাথিরানা, লক্ষন সান্দাকান।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:৪৫