আন্তর্জাতিক ডেস্ক : গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিবিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে আজ শনিবার (২৯ জুলাই) বিকেলে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘনিষ্ট সূত্র জানিয়েছে, দুপুরের খাওয়া-দাওয়ার পর অসুস্থতা অনুভব করেন ৭৯ বছর বয়সী বুদ্ধদেব। যোগাযোগ করা হয় তার পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তীর সঙ্গে। এরপরে বালিগঞ্জের পাম এভিনিউর বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার সঙ্গে আছেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভট্টাচার্যসহ পরিবারের সদস্যরা।
হাসপাতাল সূত্রে খবর, আইসিইউতে ভর্তি করার সময় তার রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এ নেমে গিয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর তার অক্সিজেনের মাত্রা ৯০ পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ঠিক আছে তার রক্তচাপ। চোখও খুলেছেন। ফলে আগের চেয়ে স্থিতিশীল রয়েছেন তিনি।
বুদ্ধদেবের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে ইতোমধ্যে সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তার জন্য গড়া হয়েছে আট সদস্যের মেডিকেল টিম। এই বোর্ডে রয়েছেন কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, আশিস পাত্র, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল।
বুদ্ধদেবের অসুস্থতার খবর প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর ভালো যাচ্ছিল না। ডাক্তার বলেছেন তারা হাসপাতালে নিয়ে যেতে চান। আমরা কোনও ঝুঁকি নিতে রাজি নই।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও অসুস্থ বুদ্ধদেবকে দেখতে তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিলেন মমতা। তবে হাসপাতালে যাওয়ার আগে টেলিফোনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থের খবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১১:০৬