স্পোর্টস ডেস্ক : মেসির পরে এবার এমবাপ্পে পিএসজি ছাড়লে মূল তারকা হবেন নেইমার জুনিয়র। তবে দলের ভারসাম্য রাখার জন্য কোচ আরও কয়েকজন তারকা খেলোয়াড় চাইছেন। সেই জায়গায় জোরেশোরে শোনা যাচ্ছে হ্যারি কেইনের নাম।
তবে কেইনকে দলে ভেড়ানো পিএসজির জন্য বেশ কঠিন কাজ হবে। ইতোমধ্যে বায়ার্ন মিউনিখে নাম লেখানোর বিষয়ে কেইন অনেকটাই এগিয়েছেন বলে খবর বের হয়েছে। ইতোমধ্যে ইংলিশ তারকাকে দলে পেতে ৫ বছরের জন্য ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বায়ার্ন। তবে সে প্রস্তাবে এখনও সাড়া দেয়নি স্পাররা।
এ দিকে গোল ডট কম এক খবরে বলেছে, হ্যারি কেইনসহ আরও ৫-৬ জন খেলোয়াড়কে দলে ভেড়াতে চাইছেন এনরিকে। তবে কোন কোন খেলায়াড়কে তিনি চাইছেন, এটি স্পষ্ট না করলেও হ্যারি কেইনের বিষয়টি সামনে এসেছে। পিএসজি বস নাকি এই তারকাকে পেতে মরিয়া হয়ে আছেন। এমন ইঙ্গিতই পাওয়া গেছে এনরিকের কথায়।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/রাত ৯:১৮