বিনোদন ডেস্ক : গলায় রুদ্রাক্ষের মালা। কপালে বড় লাল টিপ। চোখে মুখে তীক্ষ্ণতা। এভাবেই বৃহন্নলার সাজ ধারণ করেছেন সুস্মিতা সেন। ‘তালি’ সিরিজে সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল সিরিজটির ফার্স্টলুক। এবার এল টিজার। সেখানেই একদম নতুন অবতারে দেখা দিলেন সুস্মিতা।
পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল গৌরী সাওয়ান্তের। তার বাবা ছিলেন পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান। ঠাকুমা তাকে বড় করে তোলেন। আঠারো বছর বয়সে বাড়ি ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বাইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী।
যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার উঠে এল ওয়েব সিরিজে। যেখানে গৌরীর চরিত্রে বলিষ্ঠ বার্তা দিয়েছেন সুস্মিতা।
রবি যাদবের পরিচালনায় নতুন এই সিরিজে নিজেকে যেন একেবারে পালটে ফেলেছেন সুস্মিতা। কিন্নরের ভূমিকায় অভিনয়ের জন্য বাচনভঙ্গিতেও এনেছেন পরিবর্তন। সুস্মিতা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন নীতীশ রাঠোর, অঙ্কুর ভাটিয়া, ঐশ্বর্য নারকর। আগামী ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘তালি’।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/রাত ৮:২৮