আন্তর্জাতিক ডেস্ক : ৫৩ বছর বয়সেও ভারতের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ রাহুল গান্ধী। কবে বিয়ে করছেন— এই প্রশ্ন যেন কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেস নেতার। রাজনীতির ময়দানেও এ প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। তবে এবার তিনি নন, এই প্রশ্নের সম্মুখীন হলেন রাহুলের মা সোনিয়া গান্ধী।
সম্প্রতি দিল্লিতে সোনিয়ার বাড়িতে গিয়েছিলেন হরিয়ানার সোনিপতের নারী কৃষকরা। সেখানে তাদের সঙ্গে দেখা করেছেন সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা। সেই সাক্ষাতের টুকরো মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। আরও সেই ভিডিওতেই দেখা যায় এক নারী কৃষককে। সোনিয়ার পাশে বসে রাহুলের বিয়ের প্রসঙ্গ টানেন তিনি।
প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গেই জবাব দেন সোনিয়া। বলেন, ‘আপনারা পাত্রী দেখুন না!’ সোনিয়ার এ কথা শুনে উপস্থিত অন্য নারীরা হেসে ফেলেন। কিছুটা দূরে বসা রাহুলের মুখেও তখন লাজুক হাসি।
গত মাসে পাটনায় বিরোধীদের বৈঠকে আচমকাই রাহুলকে বিয়ের পরামর্শ দিয়েছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। লালুর কথা শুনে তখন বৈঠকের গুরুগম্ভীর পরিবেশ এক লহমায় বদলে যায়।
রাহুলের উদ্দেশে লালু বলেন, রাহুল এ বার বিয়েটা করেই ফেলুন। এখনও বিয়ের বয়স খুব বেশি পেরোয়নি। আমার কথা শুনুন। বিয়েটা করে নিন। আপনার মা আমাকে বলেছিলেন, আপনি তার কথা শোনেন না। বিয়ের জন্য আপনাকে রাজি করাতে বলেছিলেন আমাকে। আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হব।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৬