স্পোর্টস ডেস্ক : এ মাসের শুরুতেই জীবনের ইনিংসে জুটি বেঁধেছেন দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বিয়ের প্রথম মাসেই জুটি বেধে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ ছিল এই দম্পতির সামনে। কিন্তু রোমানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় সেটা হচ্ছে না।
জার্মানির বার্লিনে ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। এ আসরে খেলতে আগামীকাল ভোরে দেশ ছাড়বে বাংলাদেশ দল। রোমান সানাকে রেখেই দিয়া সিদ্দিকী এ প্রতিযোগিতার জন্য উড়াল দেবেন দলের সঙ্গে।
গত নভেম্বরে রোমানকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সতীর্থ এক আর্চারের সঙ্গে অসদাচরণের কারণে দেওয়া এই শাস্তি মার্চে শর্তসাপেক্ষে তুলে নেয় দেশীয় আর্চারির সর্বোচ্চ সংস্থা। কিন্তু বাদ সাধে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন।
শৃঙ্খলাভঙ্গের ঘটনা জেনে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনও রোমানের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তার জন্য জার্মানির ভিসা, টিকিট, আবাসনের ব্যবস্থাও করে রেখেছিল। কিন্তু আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনকে রাজি করানো সম্ভব হয়নি।
জার্মানিতে হতে যাওয়া আসরে বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই অংশ নেবে। রিকার্ভ বিভাগে পুরুষ দলগত, ব্যক্তিগত ও মিশ্রতে খেলবে। কম্পাউন্ডে খেলবে ব্যক্তিগত ও মিশ্রতে। এ জন্য ৬ আর্চারকে জার্মানি পাঠাচ্ছে ফেডারেশন। রিকার্ভ দলে আছেন হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড দলে রয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান ও বন্যা আক্তার।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩২