আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ঘোষণা করা এই প্যাকেজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক আর্টিকেল এবং সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সহায়তা রয়েছে। তবে এই সহায়তায় কোনো অস্ত্র দেয়া হবে কি না সে বিষয়ে হোয়াইট হাউস কোনো তথ্য জানায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছোটছোট গোলাবারুদ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার উপাদান রয়েছে।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫০