বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ এখনও দেশজুড়ে সাফল্যের সঙ্গে চলছে প্রেক্ষাগৃহে। সিনেমাটি দিয়ে শাকিব বিপরীতে অভিষেক হওয়া কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এখন বাংলাদেশের ‘প্রিয়তমা’ হয়ে গেছেন।
সিনেমাটিতে শুরুর দিকে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা শবনম বুবলীর। কিন্তু শাকিবের সঙ্গে বিচ্ছেদের কারণে ছবিটি থেকে বাদ পড়েন তিনি। এরপরই ছবিটিতে চুক্তিবদ্ধ হন কলকাতার ইধিকা।ব্যস্ততার কারণে শাকিব-ইধিকার ‘প্রিয়তমা’ দেখা হয়নি বুবলীর। তবে সিনেমার গান ও কিছু দৃশ্যের অংশ বিশেষ দেখেছেন তিনি। আর সেখানে ‘ইতি’ চরিত্রে ইধিকার অভিনয়ের প্রশংসা করেছেন এই নায়িকা।
বুবলী গণমাধ্যমে বলেন, ‘ছবিটি আমি এখনো দেখিনি। তবে কিছু দৃশ্যের ফুটেজ ও গানে ইধিকাকে দেখেছি। চরিত্রটিতে ইধিকাকে অনেক মিষ্টি লেগেছে। তার কণ্ঠে কিছু সংলাপ শুনেছি, যেগুলো আমি আগেই পড়েছি ও জানতাম। সংলাপগুলোয় খুব ভালো করেছেন ইধিকা। দেখার পর তাকে তো আমার ওপার বাংলার মেয়ে মনেই হয়নি। শুনলাম, তিনি সিনেমাটি দেখতে ঢাকায় এসেছিলেন। কখন এসে চলে গেছেন, জানি না। আগে জানলে ইধিকাকে নিয়ে হলে একসঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখতাম।’
তবে খুব শিগগিরই ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দেখার ইচ্ছে আছে বুবলীর। জানান, ব্যস্ততার কারণে ঈদের সিনেমাগুলো দেখা হয়নি। ব্যস্ততা কমলেই ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দেখতে যাবেন তিনি।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৩