ডেস্ক নিউজ : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫০)নামে এক পথচারী নারী নিহত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) সকালে জেলার সদর উপজেলার মস্তফাপুর বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম মাদারীপুর সদরের ঘটকচর এলাকার মোশাররফ হাওলাদারের স্ত্রী ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোনালি পরিবহন উল্টো পথে চলে আসে। সেইসময় এক নারী রাস্তা পাড় হওয়ার সময় সোনালী পরিবহন ধাক্কা দিলে এতে পথচারী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
মাদারীপুর সদর থানার (ওসি) মো. মনোয়ার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। বর্তমানে নিহত নারীর লাশ সদর হাসপাতালের ময়না তদন্তের জন্যে রাখা আছে।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩২