স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্দি আলবার পর লুইস সুয়ারেজ ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন সুয়ারেজের বর্তমান ক্লাব গ্রেমিও’র কোচ রেনাতো পোরতালুপ্পি। সুয়ারেজ ব্রাজিলের ক্লাবে অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন রেনাতো।
ব্রাজিল কাপের সেমিফাইনালের প্রথম লেগে আজ ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হয়েছিল গ্রেমিও। ম্যাচটি ০-২ গোলে হেরেছে দলটি। এ ম্যাচের আগে দলটির কোচ সুয়ারেজের মায়ামিতে পাড়ি দেওয়ার গুঞ্জন উড়েয় দেন। বিষয়টিকে তিনি মেক্সিকান সোপ অপেরা হিসেবে উল্লেখ করেন।
গ্রেমিও কোচ বলেন, ‘(সুয়ারেজ) খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে। আমি মেক্সিকান সোপ অপেরা (সুয়ারেজের মায়ামিতে পাড়ি দেওয়া) নিয়ে কথা বলছি, কিন্তু এটা শেষ হয়ে গেছে। এটি তাকে (সুয়ারেজ) এবং ক্লাব উভয় পক্ষকে স্বস্তি দেয়। সে ডিসেম্বর পর্যন্ত থাকবে, যা আমাদের জন্য স্বস্তির।’গ্রেমিও’র সঙ্গে সুয়ারেজের চুক্তি আছে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৪