স্পোর্টস ডেস্ক : জিল রুর্ডের গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে পাওয়া সেই গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয় কি-না এমনই মনে হচ্ছিল। এমন সময়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের হয়ে ত্রাতা হয়ে এলেন লিন্ডসি হোরান। গোল করে প্রতিপক্ষকে জয় বঞ্চিত করার সঙ্গে দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট।
নারী বিশ্বকাপে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যকার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ম্যাচের ১৭তম মিনিটেই জিল রুর্ড এগিয়ে নিয়েছিলেন নেদারল্যান্ডসকে। ৬২তম মিনিটে যুক্তরাষ্ট্রকে সমতা এনে দেন হোরান।দুটি করে ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস দুই দলের পয়েন্টই ৪ করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস দ্বিতীয় স্থানে। পরের দুই স্থানে পর্তুগাল ও ভিয়েতনাম।
আজ মুখোমুখি হওয়া এই দল দুটি নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। অকল্যান্ডের ইডেন পার্কে হবে ম্যাচটি। একই দিন ডানেডিনে নেদারল্যান্ডস খেলবে ভিয়েতনামের বিপক্ষে।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:০০