জেবুন্নেছা জোৎস্না’র কবিতাঃ লাস্ট সান-সেট
—————————————————–
কারো রোজকার বিশুদ্ধ প্রার্থনায়
যাওয়া -আসা স্মৃতির সাঁকো’তে
জানিনা ঠিক কতো দিন এভাবে ছিলাম!
কখনও সাঁকো’টার জীবন প্রান্তে
বড় মায়াময় কিছু অস্পষ্ট মুখ ভিড়তো;
রঙিন মার্বেলের প্রতিফলিত কাঁচে
দু-টুকরো রুটি, কিছু পানি আর সুর্যের সালোক-সংশ্লেষণময় ভালবাসায়
জানি কোষে কোষে ভবিষ্যতের পূঁজি গড়ে;
অথচ আমার জন্য কোথাও কোন লেন-দেনে
মেলেনি এতটুকু অক্সিজেন!
জীবন- মৃত্যু’র সন্ধ্যা দ্যুতি ক্ষণে
কার্বন অক্সিজেনের ইকুইলিব্রিয়ামে
যে সাঁকো’টি দুলছে —আমি সেই ভেন্টিলেটরে !
যেন একটি কবিতা চুড়ান্ত শেষের অপেক্ষায়।
পরলৌকিকতার জানালার পর্দায়
ক্রমশঃ হারায়, দ্যি লাস্ট সান-সেট!
ঐ যে ছবিটা এঁকেছি দিন-রাতের আলাপনে—
গৃহস্থলির নিত্য-নৈমিত্তিক খুনসুটি,
মটর-মালায় গাঁথা একমুঠো দুঃখ আর কিছু সুখ
ভাগাভাগির নিয়তি; পাওয়া, না পাওয়ার
জটিল অংকের সমীকরণ মিললেও, পরাস্ত আমি!
শরীরে-শরীরে অদৃশ্য সিঙ্গেল হেলিক্সে
আর. এন. এ’র সফল জিনোম প্রতিলিপন;
করোনার দানবীয় উচ্চহাস্যে থমকে গেছে
পৃথিবীর প্রয়োজন নামক মস্ত দেয়াল ঘড়ি!
সকল জৈবিক প্রক্রিয়া স্থগিত করে
ক্রমশঃ ডুবে যায় ফুসফুস,
ধীরে ধীরে স্থিমিত হয় হৃৎপিন্ডের
লাব-ডাব্, লাব-ডাব্, ডাব্-লাব—
সাক্ষী হয় থাকে কেবল পৃথিবীতে লক্ষ দু-চোখে
‘দ্যা লাস্ট সানসেট’!
লেখিকা পরিচিতিঃ জেবুন্নেছা জোৎস্না আমেরিকা প্রবাসিনী একজন কবি ও লেখিকা। তাঁর জীবন এখন আবর্তিত হচ্ছে নিউইয়র্ক সিটির কুইন্সে। নিয়মিত লেখালেখি করেন। সাহিত্যকে গ্রন্থরূপ দিতে প্রবাসিনী হয়েও তাঁর অদম্য আগ্রহকে তিনি বিসর্জন দেননি। দেশের টানে, প্রাণের টানে, সাহিত্যের টানে, একুশে বইমেলার টানে এবারেও তিনি এসেছিলেন বাংলা একাডেমির বইমেলায়। নিজের প্রকাশনা ছাড়াও সতীর্থদের লেখালেখিকে উৎসাহিত করেছেন সরাসরি, স্বশরীরে উপস্থিত হয়ে।
লাস্ট সান-সেট কবিতাটি তাঁর ফেসবুক থেকে অনুমতি স্বাপেক্ষে প্রকাশ করা হলো। ইতোপূর্বেও তাঁর অনেক লেখা কুইকনিউজবিডি.কম এর সাহিত্য পাতাকে সমৃদ্ধ করেছে। আগামীতেও তার লেখা প্রকাশ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। – সাহিত্য পাতা সম্পাদক।
কিউএনবি/নাহিদা/২৬.০৭.২০২৩/ রাত ১১.১৫