রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আজ বুধবার (২৬ জুলাই) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছেছে। কোরিয়া যুদ্ধের অবসানের ৭০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতেই তাদের এ সফর। একই অনুষ্ঠানে যোগ দেবে একটি চীনা প্রতিনিধিদলও।
উত্তর কোরিয়া এই দিনটি বিজয় দিবস হিসেবে উদযাপন করে এবং এ উপলক্ষে পিয়ংইয়ংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
করোনা মহামারির বিস্তার ঠেকাতে ২০২০ সালে উত্তর কোরিয়া তাদের সীমান্ত ও সবরকম বৈদেশিক কূটনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এরপর এই প্রথম এ ধরনের সফর হচ্ছে। তবে এ সফরের মধ্যে দিয়ে পিয়ংইয়ংয়ের সীমান্ত নীতির কোনও পরিবর্তন সূচিত হচ্ছে কিনা তা স্পষ্ট নয়।
কিছু বিশ্লেষক বলছেন, দেশটির বিজয় দিবসের প্যারেডে চীনা ও রুশ দূতদের অন্তর্ভুক্ত হওয়াতে কোভিড বিধিনিষেধ শিথিল করার আভাস পাওয়া যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় লোকজনকে মাস্ক ছাড়া হেঁটে বেড়াতে দেখা যায়।
এদিকে একই অনুষ্ঠানে যোগ দিতে আসা চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির লি হংঝং। চীন ও রাশিয়া দীর্ঘকাল ধরেই উত্তর কোরিয়ার মিত্র। ১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় এ দুটি দেশই উত্তর কোরিয়াকে সমর্থন দিয়েছিল।
সূত্র: বিবিসি
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ১১:০৪