স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আড়াই মাসেরও কম সময় বাকি। ইতোমধ্যে আইসিসির এই মেগা আসরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে ভারত-পাকিস্তানের ১৫ অক্টোবরের লড়াইকে। সূচি অনুযায়ী, হাইভোল্টেজ ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অনিবার্য কারণে সেই সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
তবে নতুন করে সূচি পরিবর্তন হলে বাড়তি ঝামেলা পোহাতে হবে অগ্রিম বুকিং দেওয়া এসব দর্শকদের। ক্রিকেটভক্তদের অনেকেই ইতোমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য নির্দিষ্ট তারিখে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন করা হতে পারে। কারণ ১৫ অক্টোবর ‘নবরাত্রি’-এর প্রথম দিন, বিশেষ করে গুজরাটে রাতব্যাপী গরবা নৃত্যের সঙ্গে এই উৎসব পালন করা হয়। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে বিসিসিআইকে ওই ম্যাচের সূচি বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে।
একটি সূত্র বলেছেন, ‘আমাদের হাতে থাকা বিকল্পগুলো নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি এবং শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, ভারত বনাম পাকিস্তানের মতো একটি হাই-প্রোফাইল ম্যাচ, কিন্তু এর মধ্যে নবরাত্রি রয়েছে। অথচ এই ম্যাচ ঘিরে হাজার হাজার ভ্রমণ অনুরাগী আহমেদাবাদে পৌঁছানোর কথা। যে কারণে সমস্যা হতে পারে। এই বিষয়টি এড়ানো উচিত।’
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ২:০৮