ডেস্ক নিউজ :৫৫তম আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছে। সফররত বাংলাদেশ দলের মেন্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির উদ্দিন দেশ রূপান্তরকে জানান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষার্থী অভিষেক মজুমদার সন্তু ব্যবহারিক ও তত্ত্বীয় সমস্যা সমাধান করে এ পদক অর্জন করেছেন।
বাংলাদেশ এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করল সম্মানজনক আন্তর্জাতিক এ প্রতিযোগিতায়।
গত ১৬ জুলাই প্রতিযোগিতায় অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। ১৭ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে মেন্টর ও শিক্ষার্থীর ছয়জনের এ দল। কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রতিযোগিতা দুটি ভাগে বিভক্ত ছিল। ১৯ জুলাই ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয় পরীক্ষীর্থীরা। এরপর ২১ জুলাই তত্ত্বীয় পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা শেষ হয় কেমিস্ট্রি অলিম্পিয়াডের।
এরপর মূল্যায়ন পর্বের প্রক্রিয়া সমাপ্ত হলে চূড়ান্ত ফল ঘোষণা করে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড কমিটি। বাংলাদেশ দল বুধবার (২৬ জুলাই) দেশে ফিরবে।
গত বছর বাংলাদেশ দল প্রথমবারের মতো কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। করোনা মহামারীর কারণে গত বছর প্রতিযোগিতা অনলাইনে হয়েছিল। সেবার বাংলাদেশ ব্রোঞ্জ লাভ করে এবং বাংলাদেশের পক্ষে একমাত্র পদক অর্জনকারী সদস্য ছিলেন অভিষেক।
৫৫তম আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ দলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষার্থী অভিষেক মজুমদার সন্তু ছাড়াও রয়েছেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী আহাদ ইসলাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী লিহান হায়দার ও নটর ডেম কলেজের শিক্ষার্থী আর্য্য কর।
তাদের সঙ্গে মেন্টর হিসেবে রয়েছেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রধান মেন্টর অধ্যাপক মোহাম্মদ ওয়াহাব খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির উদ্দিন।
বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক দেশ রূপান্তর।
কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ১১:৪৬