স্পোর্টস ডেস্ক : আরও একবার বিদেশি লিগে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। অনাপত্তিপত্র চক্করে সুযোগ হারিয়েছিলেন আইপিএল ও কাউন্টিতে খেলার। এছাড়া পিএসএলকে নিজে থেকেই না বলেছিলেন। এবার সুযোগ পেয়েও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না তার। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই লিগে ডাম্বুলা অরা ফ্র্যাঞ্চাইজি পেতে চেয়েছিল তাসকিনকে।
তাসকিনকে অনাপত্তিপত্র না দেওয়ার ব্যাপারে বিসিবির কারণও যৌক্তিক। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ইনজুরি প্রবণ এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। তাই বিসিবি ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই তাসকিনকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র দেশ রূপান্তরকে বলেছেন, ‘তাসকিন অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছে। কিন্তু সামনে তো এশিয়া ও বিশ্বকাপ, সেই গুরুত্ব বিবেচনা করে এবং যারা পেসার বিশেষ করে তাদের একটা ওয়ার্কলোড কাউন্ট করা হয়, সে প্রতি সপ্তাহে কয়টা বল করেছে এরকম, তো তাসকিন কিন্তু এই বছর প্রায় সব খেলাই খেলেছে এবং এখন যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে তাই বিশ্বকাপের কথা বিবেচনা করে বোর্ড এবং ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এই টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র দিবে না।’
তাসকিন এনওসি না পেলেও প্রথমবারের মতো বিদেশী লিগে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তাওহিদ হৃদয়। জাফনা কিংসে শোয়েব মালিকের বদলী হিসেবে খেলতে পারবেন এই তরুণ। হৃদয়কে পুরো ফ্র্যাঞ্চাইজিটির চাওয়া মতো পুরো টুর্নামেন্টের জন্যই অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া শরিফুল ইসলামও ডাক পেয়েছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। তবে এই পেসার নিজে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের জন্য আবেদন করেননি। তাই বিসিবি শরিফুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এর আগে মোহাম্মদ মিথুন অনাপত্তিপত্র পেয়ে গল টাইটান্সে খেলতে গিয়েছেন।
কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ৯:৪৬