স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৫ জুলাই) জিম আফ্রো টি-টেন লিগে তার দল হেরেছে মাত্র ২ রানে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ডার্বান কালান্দার্স ১২১ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে থামে মুশফিকের জোবার্গ।
দলকে অবশ্য জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন টাইগার ব্যাটার। ষষ্ঠ উইকেটে তিনি যখন ক্রিজে নামেন তখন জয়ের জন্য ১০ বলে জোবার্গের প্রয়োজন ছিল ২৯ রান। মোহাম্মদ আমিরের করা ৯ ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে রবি বোপারার সঙ্গে প্রান্ত বদল করেন মুশফিক। বোপারা চতুর্থ বলে ছক্কা হাঁকান। পঞ্চম বলে ডট দেন। আর শেষ বলে এক রান নিয়ে আবার প্রান্ত বদল করেন। তাতে শেষ ওভারে আবার ইংলিশ ব্যাটার অন-স্ট্রাইক পশিজন পেয়ে যান।
বোলার আজমতউল্লাহ ওমরজাইয়ের করা প্রথম বল অবশ্য ব্যাটে লাগাতে পারেননি বোপারা। উইকেটরক্ষকও বল গ্লাভসবন্দি করতে পারেননি ঠিকঠাক। তাতে দ্রুত প্রান্ত বদল করে নেন মুশফিক-বোপারা। দলের জয়ের জন্য তখন প্রয়োজন ৫ বলে ২০ রান। এমন সময় মুশফিক পরপর চারটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের পথে রাখেন।
কিন্তু শেষ বলটি ব্যাটে-বলে না হওয়ায় দারুণ একটি জয় থেকে বঞ্চিত হয় জোবার্গ। দুর্দান্ত ইনিংস খেলেও শেষের ব্যর্থতায় নায়ক বনতে পারেননি মুশফিক। ৬ বলে ৪ বাউন্ডারিতে ১৮ রানে অপরাজিত থাকেন টাইগার ব্যাটার। জোবার্গের হয়ে মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩০ ও ইউসুফ পাঠান ১৫ বলে ৩২ রান করেন।
তবে মাঝের ওভারে দেলানো পোতগিয়েতারের ৮ বলে ৫ রানের ধীরস্থির ইনিংসের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় জোবার্গ। মুশফিকদের পরের ম্যাচ আজ রাত ১১টায় তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তিনে। অন্যদিকে জোবার্গ ৫ ম্যাচের চারটিতেই হেরেছে। তাদের অবস্থান টেবিলের তলানিতে।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৯:৩০