স্পোর্টস ডেস্ক : পৃথক দুটি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তাকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি তার নামের সঙ্গে যোগ হয়েছে ৪ ডিমেরিট পয়েন্ট।
গত শনিবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত ও আম্পায়ারিং নিয়ে সমালোচনা করায় এই শাস্তি পাচ্ছেন তিনি। ফলে ভারতের অধিনায়ক এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না। এক বিজ্ঞপ্তিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আচরণবিধির লেভেল-২ লঙ্ঘনের কারণে হারমানপ্রিতকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি লেভেল-১ এর অপরাধ করায় তার নামের পাশে আরও এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। সঙ্গে ম্যাচ ফির আরও ২৫ শতাংশ জরিমানা।
ঘটনার শুরু হয়েছিল ম্যাচের ৩৪তম ওভারে। নাহিদা আক্তারের স্পিন ফাঁদে পড়ে তিনি স্লিপে ক্যাচ দেন ফাহিমার হাতে। আম্পায়ারও আউটের ঘোষণা দেন। কিন্তু তা যেন মেনে নিতে পারেননি ভারতীয় অধিনায়ক। ক্ষোভে ব্যাট দিয়ে আঘাত করেন স্টাম্পে। মাঠ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারকে উদ্দেশ্য করে কিছু বলতেও শোনা গেছে তাকে। এটা আইসিসির লেভেল-২ এর অপরাধ। যে কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ৩ ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে তার নামের পাশে।
এখানেই থেমে থাকেননি তিনি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও তীব্র সমালোচনা করেন। যা ‘আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত প্রদর্শন’ সংক্রান্ত আইসিসি কোড অব কন্ডাক্ট ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করা। এটা লেভেল-১ এর অপরাধ। এই অপরাধের দায়ে তার নামের পাশে যুক্ত হয়েছে আরও ১ ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি গুণতে হচ্ছে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা।
ম্যাচ রেফারি আখতার আহমেদের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর। ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৮:০০