স্পোর্টস ডেস্ক : সব টেস্টে ‘বাজ়বল’ খেলা সম্ভব নয় বলে মনে করেন ইশান কিশান। ভারতীয় দল এই ধরনের ক্রিকেট খেলতে পারে বলেও বিশ্বাস করেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু শানের মতে পরিস্থিতি বুঝে খেলাই উচিত।
উইন্ডিজ়ের বিপক্ষে ড্র হওয়া পোর্ট অন স্পেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ইশানকে চার নম্বরে নামিয়েছিল ভারত। দ্রুত রান তোলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সেটা কাজেও লেগে যায়। ভারতকে বড় রানের লিড পেতে সাহায্য করেন বাঁহাতি ব্যাটার (৩৪ বলে ৫২ রান)। ইশান বলেন, ‘প্রতি দিন আগ্রাসী মেজাজে খেলা সম্ভব নয়। পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করে। উইকেট যদি প্রাণহীন হয়, তা হলে দ্রুত রান তোলা সম্ভব।
দলেরও অনেক সময় প্রয়োজন হয় এভাবে খেলার। তখন আগ্রাসী ভাবে খেলাই যায়। কিন্তু সব ম্যাচে এই ভাবে খেলার কোনও প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের দলে আগ্রাসী ক্রিকেট খেলার মতো খেলোয়াড় রয়েছে। কিন্তু মনে হয় না টেস্ট ক্রিকেটে সব সময় ওই ভাবে খেলার কোনও প্রয়োজন আছে।’
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/বিকাল ৫:০০