আন্তর্জাতিক ডেস্ক : রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এবং আফ্রিকা কীভাবে একত্রে বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং সফল ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে নিজের রূপরেখা প্রকাশ করেছেন পুতিন। পুতিন তার নিবন্ধে দাবি করেছেন, বিশ্বের ভাগ্য নির্মাণে আফ্রিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেছেন, আফ্রিকার দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক ‘সুদৃঢ় এবং শিকড় অনেক গভীরে।
রাশিয়ার প্রেসিডেন্ট লিখেছেন, ‘মস্কো আফ্রিকার জনগণকে ঔপনিবেশিক নিপীড়ন থেকে মুক্তির সংগ্রামে ধারাবাহিকভাবে সমর্থন করেছে এবং রাষ্ট্রের উন্নয়ন, সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা প্রদান করেছে।’ নিবন্ধে পুতিন আশাবাদ ব্যক্ত করেন, ‘আমরা নিশ্চিত যে, নতুন বহুমেরুক বিশ্ব ব্যবস্থায় এই সম্পর্ক আরও দৃশ্যমান, আরও ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক হয়ে উঠবে।’
নিবন্ধে পুতিন দাবি করেন, পশ্চিমারা কেবল ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়টি নিয়ে কথা বলে। কিন্তু তারা যে, রাশিয়া থেকে আফ্রিকায় খাদ্য এবং সার সরবরাহ বন্ধ করে দিয়েছে সে বিষয়ে কিছু বলে না। এতে পুতিন আশ্বাস দেন, ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হওয়ার ফলে বিশ্ব যে সংকটে পড়তে যাচ্ছে সেখানে ইউক্রেনের বিকল্প হতে পারে রাশিয়া।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/রাত ৮:৪০