ডেস্ক নিউজ : তিনি নৌকার মনোনীত প্রার্থী হিসেবে সোমবার (২৪ জুলাই) দুপুরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানের শেষ সময় পর্যন্ত আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। যে কারণে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ উপনির্বাচনে জয়ী হচ্ছেন।
একমাত্র সাজ্জাদুল হাসান আপাতত একক প্রার্থী বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা। তিনি জানান, মঙ্গলবার (২৫ জুলাই) হবে প্রার্থিতা বাছাই। এরপর বিধি মেনে পরবর্তী কার্যক্রম হাতে নেয়া হবে।
মনোনয়ন জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, সহকারী রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা ও ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার শেখ মু. হাবিবুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
এর আগে গত ২১ জুলাই সন্ধ্যায় গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনা সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানকে নৌকার মনোনয়ন দেন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সাজ্জাদুল হাসানকে সমর্থন দেন। আসনটিতে মোট ভোটার রয়েছে ২ লাখ ৯৮ হাজার ১০৮ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৮২ জন ও নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২০ জন।
গত ১১ জুলাই আসনের তিন তিনবারের এমপি রেবেকা মমিন দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২ সেপ্টেম্বর উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/রাত ৮:২৫