ডেস্ক নিউজ : রোববার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। তবে চলমান নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ব্রাজিল।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ব্রাজিলের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে প্রবৃদ্ধির সম্ভাবনা থাকায়, বাণিজ্য সম্পর্ক বাড়ানো প্রয়োজন। গত বছর দুই দেশের বাণিজ্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা প্রায় ১০ বিলিয়ন ডলার। তবে এর পরিমাণ আরও বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, ব্রাজিল সরকার পারস্পরিক বাণিজ্যকে বৈচিত্র্যময় করতে কাজ করছে। যার মধ্যে সার এবং কৃষির মতো সম্ভাবনাময় পণ্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার সম্ভাবনার কথাও জানান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।
আর মার্কিন ডলার এবং ইউরোর উপর নির্ভরতা কমাতে ব্রাজিল রাশিয়া ও অন্যান্য বৈশ্বিক অংশীদারদের সঙ্গে বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহার করতে আগ্রহী বলেও জানান মাউরো ভিয়েরা। তিনি বলেন, ব্রাজিল সরকার বর্তমানে ব্রিকস গোষ্ঠীর অংশীদারদের সঙ্গে বিশেষ করে রাশিয়া এবং চীনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে ।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ব্রাসিলিয়া বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার বাদ দিয়ে বেইজিংয়ের সঙ্গে পারস্পরিক মুদ্রায় বাণিজ্যের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/রাত ৮:১৪