স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে উইম্বলডন ফাইনালে নোভাক জকোভিচ হেরেছেন কার্লোস আলকারাজের কাছে। তাতে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি সার্বিয়ান এই টেনিস কিংবদন্তির। সেই হারের পর আবেগ প্রবণ হয়ে পরেছিলেন জকোভিচ।
এবার কানাডার ন্যাশনাল ব্যাংক ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন জকো। ৫ আগষ্ট থেকে টরোন্টোতে শুরু হবে এই টুর্নামেন্ট। নিজেকে কেন সরিয়ে নিলেন জকোভিচ। এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যামে খেলে মানসিক অবসাদে ভুগছেন তিনি। এমনটি জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
১১ জুন শেষ হয় ফ্রেঞ্চ ওপেন। ৩ জুলাই শুরু হয় উইম্বলডন। দুটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনাল খেলেছেন তিনি। কানাডিয়ান ওপেন থেকে নিজের নাম সরিয়ে জকোভিচ বলেন, ‘আমি সব সময় কানাডাতে যখনই খেলেছি সময়টা উপভোগ করেছি। তবে টিমের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত নিয়েছি বিশ্বাস করি সেটি সঠিক। আমার সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য টুর্নামেন্ট ডিরেক্টর কার্লকে ধন্যবাদ।’
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮