স্পোর্টস ডেস্ক : চলমান নারী বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন ব্রাজিলের আরি বোর্জেস।
২৩ বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাডিলেডে পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রথমার্ধে করেন জোড়া গোল।
৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। মাঝে তার অ্যাসিস্টে দলের তৃতীয় গোল করেন বিয়া জানেরাত্তো। শেষপর্যন্ত ৪-০ গোলে ম্যাচ জেতে গতবারের রানার্সআপরা।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৯