ডেস্ক নিউজ : সোমবার (২৪ জুলাই) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক নূর উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলো: সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এ মামলায় গ্রেফতার সাত আসামির মধ্যে দুই আসামি ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব । অন্য পাঁচ আসামি মাহমুদুল হাসান মেহেদী, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন তিনি।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। মামলার এজাহারে বলা হয়, ১৭ জুলাই ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় কতিপয় লোকজন তাদের দেখে গালাগালি শুরু করে।
একপর্যায়ে তারা হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। তাকে রাস্তায় ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২৮