স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ নাগরিক নার্জিস খানকে ২০১৬ সালে বিয়ে করেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। বৈবাহিক সূত্রে এবার তিনি ইংল্যান্ডের নাগরিকত্বও পেতে যাচ্ছেন। শুধু তাই নয়, আগামী মৌসুমে তিনি দেশটির কাউন্টি ক্রিকেটেও খেলবেন। ইংলিশ ক্লাব ডার্বিশায়ারে স্থানীয় ক্রিকেটার হিসেবে নাম লেখাবেন ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে তারা জানিয়েছে, সামনের মৌসুমেই স্থানীয় খেলোয়াড় হিসেবে ডার্বিশায়ারে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার, যিনি পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। আর্থারের আগ্রহেই ডার্বিশায়ারের অংশ হচ্ছেন আমির।
শুধু কাউন্টিই নয়, ব্রিটিশ নাগরিকত্ব পেলে আইপিএলেও খেলার সুযোগ পাবেন। ২০০৮ সালে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শোয়েব আখতারসহ অনেক পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। কিন্তু পরের আসরেই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বৈরি হয়ে ওঠে। প্রভাব পড়ে ক্রিকেটারদের মাঝেও। কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আর দেখা যায়নি। তবে একজন পাকিস্তানি ক্রিকেটারকে ঠিকই দেখা যেত, তিনি আজহার মাহমুদ। কারণ তিনিও ব্রিটিশ পাসপোর্টধারী ছিলেন। সেই পথই এবার বেছে নিতে পারেন আমির।
২০১০ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে কারাগারে ছিলেন আমির। ওই সময় আইনজীবী হিসেবে কাজ করা নারজিসের সঙ্গে তার পরিচয় ঘটে। একপর্যায়ে দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। ২০২০ সালের ডিসেম্বরে তখনকার বোর্ড ও কোচিং স্টাফের সদস্যদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনে তিনি অবসরের ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চলেছেন আমির।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/রাত ৯:০৫