স্পোর্টস ডেস্ক : শনিবার শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শেষ দিনে ছিল তিনটি খেলা। যার একটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে থেকে মিশন শেষ করলো পুলিশ এফসি। মুন্সিগঞ্জে শহীন বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ২০ ম্যাচে ১০ জয় আর পাঁচটি করে ড্র ও হারে ৩৫ পয়েন্ট অর্জন তাদের। দুইয়ে শেষ করা আবাহনীর সঙ্গে তাদের ব্যবধান পাঁচ পয়েন্ট। শনিবার রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চারে থেকে লিগ শেষ করেছে মোহামেডান। তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। দিনের অপর খেলায় অবনমিত মুক্তিযোদ্ধা সংসদকে ৩-২ গোলে হারিয়েছে পাঁচে শেষ করা শেষ রাসেল ক্রীড়া চক্র।
২০২০ সালে কভিডের কারণে বাতিল হওয়া লিগ দিয়ে পেশাদার যুগে পদার্পন ঘটেছিল পুলিশ এফসির। সে বছর ছয় রাউন্ড পর্যন্ত খেলে তাদের অবস্থান ছিল নবম। ২০২১ সালে পরের মৌসুমে তারা শেষ করে নয়ে থেকে। ২০২২ সালে হয় অস্টম। আর এবার তৃতীয় হয়ে রীতিমত চমকে দিয়েছে তারুণ্য নির্ভর পুলিশ। দ্বিতীয়পর্বে দলটি শেষ ছয় ম্যাচেই জিতেছে। তাদের সর্বশেষ হার আবাহনীর বিপক্ষে। সেই ম্যাচের পর চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে চমকের শুরু। এরপর একে একে তারা হারিয়েছে উত্তরা এফসি, ফর্টিজ এফসি, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা ও সর্বশেষ চট্টগ্রাম আবাহনীকে।
আজ চট্টগ্রাম আবাহনীকে হারাতে শুরুর আধঘন্টায তিন গোল করে পুলিশ। নবম মিনিটে শুরুটা করেন মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর ১৯ মিনিটে ২-০ করেন মাতেও পালাসিওস। রবিউল হাসান ২৮ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়ান। চট্টগ্রাম আবাহনী শেষ দিকে দুই গোল দিয়ে কেবল হারের ব্যবধান কমিয়েছে। চার জয়, নয় হার ও সাত ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী লিগ শেষ করেছে অস্টম স্থানে। কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের জয়ে অবদান রাখতে একটি করে গোল করেন সানডে ইমানুয়েল, আরিফ হোসেন ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।
রহমতগঞ্জের হয়ে একটি গোল পরিশোধ করেন ইমন হোসেন। মোহামেডান তাদের শেষ তিন ম্যাচ জিতে চতুর্থস্থানে শেষ করতে পেরেছে। অন্যদিকে পুরানো ঢাকার দল রহমতগঞ্জকে এই লিগে রীতিমত ধুকতে হয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে তারা শেষ করলো নবমস্থানে। কিংস অ্যারেনায় শেখ রাসেল পেয়েছে নিজেদের অস্টম জয়। ক্যানেথ ইকেচুকু, মোহাম্মদ ইব্রাহিম ও দিপক রায় একটি করে গোল করেন রাসেলের পক্ষে। ইমানুয়েল ইকেচুকু ও সেলেমানি ল্যান্ড্রি একটি করে গোল করে অবনমিত মুক্তিযোদ্ধার হারের ব্যভাদন কমান।
এই লিগে শেখ রাসেল ও শেখ জামালকে বেশ ভুগতে হয়েছে। শেখ রাসেল কোচ বদলে অবশ্য ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে শেষ করতে পারে। আর শেখ জামাল অভিষেকের পর সবচেয়ে বাজে মৌসুম কাটিয়েছে। ষষ্ঠস্থানে শেষ করা জামাল ২৪ পয়েন্ট সংগ্রহ করে। বসুন্ধরা কিংস টানা চতুর্থ লিগ শিরোপা জিতেছে এবার। যথারীতি দ্বিতীয় আবাহনী। অন্যদিকে প্রথমবারের মতো শীর্ষ লিগ থেকে অবনমনের তেতো স্বাদ পেতে হয়েছে মুক্তিযোদ্ধাকে। তাদের আগামী মৌসুমে উত্তরা এফসিকে নিয়ে খেলতে হবে চ্যাম্পিয়নশিপ লিগ।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/রাত ১১:২৮