ডেস্ক নিউজ : বর্তমান সরকারের পদত্যাগ ও বিদ্যমান সংসদ বিলুপ্তির এক দফা সামনে রেখে আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট। ওই দিন বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ মহাসমাবেশ শুরু হবে। আজ শনিবার (২২ জুলাই) জোটের সমন্বয়কারী সৈয়দ এহসানুল হুদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে এ মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট।মহাসমাবেশ সফল করতে জোটের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫