ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছর কর্মক্ষেত্র থেকে মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে। তাই সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং কল-কারখানায় মশার ওষুধ ছিটানোর আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২২ জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গুতে মোট আক্রান্তের মধ্যে অধিকাংশ লোকের বয়স ১৮ থেকে ৬০ এর মধ্যে। অর্থাৎ কর্মক্ষম ব্যক্তিরা, যারা বাড়ির বাইরে কাজ করেন তারা বেশি আক্রান্ত হচ্ছেন। তারা (আক্রান্তরা) মনে করে, মিল ফ্যাক্টরি অফিস আদালতে স্প্রে সেভাবে হচ্ছে না। সেখান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সে জন্য এসব জায়গায় মশার ওষুধ ছিটানো খুবই জরুরি হয়ে পড়েছে। কারখানার যারা মালিক আছেন, অফিসের যারা ব্যবস্থাপনায় আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনাদের প্রতিষ্ঠানে সকল বিকাল মশার ওষুধ স্প্রে করবেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, বাড়ির বাইরে বেশিরভাগ সময়ে থাকা মানুষেরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন এবার। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। মন্ত্রী বলেন, বাচ্চাদের স্বজনরা বলছেন, বাসায় তারা নিয়মিত মশার ওষুধ স্প্রে করেন। সেখানে তেমন মশা নাই। বাচ্চা স্কুল থেকে মশার কামড় খেয়েছে বলে তারা মনে করেন। কাজেই স্কুল কর্তৃপক্ষের কাছেও আহ্বান, তারা যেন স্কুলে মশা নিধনের ব্যবস্থা নেয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ২৮ হাজার ৪৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৫২০ জন, অর্থাৎ প্রায় ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আর ৪০ থেকে ৬০ বছর বয়সী আছেন ২ হাজার ৫৯৬ জন, অর্থাৎ ৯ শতাংশ। এ বছর ডেঙ্গুতে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ১৫৬ জনে। তাদের মধ্যেও ১৮ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যা বেশি, ৬২ জন। আর ৪০ থেকে ৬০ বছর বয়সী ৩৬ জন।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪০