ডেস্ক নিউজ : বর্তমান সরকার গ্রামাঞ্চল, উপকূল, পাহাড় ও হাওড়াঞ্চলের মানুষের জীবনমান বদলে দেওয়ার জন্য কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ১০ গুণীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার মানুষের প্রয়োজনে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক সড়ক, সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ছে। সুনামগঞ্জের রানীগঞ্জ সেতু, দিরাই-শাল্লা-আজমিরিগঞ্জ সড়ক হচ্ছে। জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক হবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ শেষের দিকে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে আরও উন্নয়ন হবে। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিবেচনায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
একাডেমির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন প্রমুখ।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২৪