আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে একটি হাইওয়ের পাশে পরিত্যক্ত একটি ট্রাক থেকে ২৩ শিশুসহ কয়েক ডজন মধ্য আমেরিকান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা সিএনএন।
শুক্রবার এক বিবৃতিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন জানায়, “তারা ১৪৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে যারা একটি ট্রাকের ভেতরে ভ্রমণ করছিল এবং মিনাতিটলান, কর্ডোভা হাইওয়ের পাশে ঝুকিপূর্ণ পরিস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় ছিল।“
আইএনএম জানায়, অভিবাসীরা হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদর থেকে এসেছে। উদ্ধার হওয়া ১৪৮ জনের মধ্যে ২৩ জন সঙ্গীহীন নাবালক এবং ১১৫ জনের ৪৪টি পরিবার রয়েছে। উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের মেক্সিকোর ‘ন্যাশনাল সিস্টেম ফর ইন্টিগ্রাল ফ্যামিলি ডেভেলপমেন্ট’এর কাছে হস্তান্তর করা হয়।
প্রতিবছর মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সহিংসতা এবং দারিদ্র্য থেকে পালিয়ে এসে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পাড়ি জমান।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪১