স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারী ক্রিকেট দলের মূল দুশ্চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা কোচ কিংবা খেলোয়াড়দের মুখে শোনা যায়, দলীয় সংগ্রহটা দেড়শ রানের আশপাশে নিতে পারলেই তা সন্তোষজনক। মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মেয়েরা ছাড়িয়ে গেছে নিজেদেরকেই। সেঞ্চুরি করেছেন ফারজানা হক পিঙ্কি, হাফসেঞ্চুরি শামিমা সুলতানার। এই দুজনের বড় স্কোরে ৫০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান করেছে বাংলাদেশ।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে খানিকটা শঙ্কা ছিল, সকালে তাকে টস করতে দেখে স্বস্তি মেলে। টস জিতে ব্যাটিং নেন তিনি। বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী, ধীর স্থির। পাওয়ার প্লে’র ১০ ওভারে রান ওঠে মাত্র ৩২, তবে উইকেট হারায়নি বাংলাদেশ। অল্পের জন্য প্রথম উইকেটে শতরানের জুটি হয়নি, ব্যক্তিগত ৫২ রানে হারমানপ্রিত কউরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান শামীমা। এই সিরিজে প্রথমবারের মত একাদশে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
লড়াইটা চালিয়ে গেছেন ফারজানা, ইনিংসের শুরু থেকে ব্যাট করে আউট হয়েছেন একদম শেষ বলে। তার আগে ১৫৬ বলে ১০০ রান করে স্পর্শ করেছেন ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। ১৬০ বলে ১০৭ রান করে শেষ বলে রানআউট হয়েছেন পিঙ্কি।
জ্যোতির ২৪ আর সোবহানা মুশতারির ২৩ রানে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২৫ রান। স্নেহ রানা নিয়েছেন ২ উইকেট।
কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৪