বিনোদন ডেস্ক : অভিনয় তার রক্তে! কিন্তু বড় হয়ে অভিনেত্রী হবে না রাহা কাপুর। বংশ পরম্পরা ফলো না করে কোন পেশা বাছবে মেয়ে তা ঠিক করে ফেলেছেন আলিয়া ভাট। ৮ মাসের মেয়ের ভবিষ্যত নিয়ে বড় ধরণের আশায় বুক বাঁধছেন রণবীর ঘরণী।
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ফারহান কুরেশির বাবার সংলাপ ছিল, ‘মেরা বেটা ইঞ্জিনিয়র আনেগা।’ ঠিক তেমনই সুর শোনা গেল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুখেও।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রচারে গেলে আলিয়াকে জিজ্ঞেস করা হয়, বড় হয়ে রাহা কী হবে?
এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘আমি যখন মেয়ের দিকে তাকাই, বলি তুই তো বিজ্ঞানীই হবি, কারণ আমি কখনও তা হতে পারব না।’
তবে আলিয়ার বক্তব্য সমর্থন করতে পারছেন না অনেক নেটিজেন। তাদের মতে, অভিনেত্রীই হবে আলিয়াকন্যা। একজন ভক্ত লিখেছেন, তিনি বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করবেন।
আরেক ভক্ত লিখেছেন, নাও, করণ জোহর ২০ বছর পর সায়েন্টিস্ট নামে সিনেমা বানাবে।
অপর এক ভক্ত লিখেছেন, আলিয়া-রণবীরের কন্যা অভিনয়জগতের তারকাই হবে। বিজ্ঞানী নয়।
কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/সকাল ১০:৩৬