ডেস্ক নিউজ : শুক্রবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সম্মেলন-২০২৩-এ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাতের ভোটে ক্ষমতায় আসা সরকার এখন দিক হারিয়ে ফেলেছে। নির্বাচনে জিততে প্রার্থীদের ওপর হামলা করছে, রক্তাক্ত করছে। কিন্তু এসবের কোনো বিচার নেই। এভাবে কোনো স্বাধীন দেশ চলতে পারে না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, বিরোধী সবাইকে চিরুনি অভিযান চালিয়ে জেলে পাঠানো হবে। এই দেশ কি তার একার? এসব আর করতে দেয়া হবে না, নিরপেক্ষ সরকারের অধীন নিবাচন দিতে হবে। এ জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে।’এ সময় উপস্থিত সবাইকে সেই যুদ্ধে যোগ দেয়ার শপথ করান তিনি।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৪