স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপে নিউজিল্যান্ড আজ নরওয়েকে হারিয়ে চাপে ফেলে দিয়েছে আর্জেন্টিনাকে। একাধিক বিশ্বকাপ খেলে কোনো ম্যাচ জিততে না পারা দলে এখন বাকি আর্জেন্টিনা। মেক্সিকোও আছে। তবে তারা এবার বিশ্বকাপে খেলছে না বলে তাদের কথা আসছে না।
মেসির দেশের নারী ফুটবলাররা এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে কোনো ম্যাচ জিততে পারেনি। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে সবকটিতে হারে। ২০১৯ বিশ্বকাপে ড্র করে জাপান আর স্কটল্যান্ডের সংগে করে ড্র। ৯ ম্যাচ খেলে ৫ গোল করার বিপরীতে হজম করেছে ৩৭ গোল।
এবার জিততে না পারার বিব্রতকর রেকর্ড থেকে মুক্তির লক্ষ্য তাদের। ২৩ জুলাই আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইতালির বিপক্ষে। গ্রুপ ‘জি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও সুইডেন।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ১১:১৯