স্পোর্টস ডেস্ক : একই সঙ্গে দেশ ছাড়লেন বাংলাদেশের তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তিন জনের গন্তব্য অবশ্য এক নয়। সাকিব যাচ্ছেন কানায়। মুশফিক ও তাসকিন দেশ ছেড়েছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে।
মঙ্গলবার রাতে তারা ঢাকা ছাড়েন। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রাত পৌনে ২টায় ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এই তিন ক্রিকেটার। দুবাই গিয়ে পথ আলাদা হবে তাদের।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হবে আগামীকাল থেকে। সেখানে মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে খেলবেন সাকিব। সে উদ্দেশ্যেই দেশ ছেড়েছেন তিনি।
সাকিবদের দলে কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। আন্দ্রে রাসেলে, ক্রিস লিন, কার্লোস ব্রাথওয়েটের মতো তারকাকে সতীর্থ হিসেবে পাবেন সাকিব।
কানাডার এই লিগে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসও। তার দল সারে জাগুয়ার্সে। লিটন সাকিবের আগেই কানাডার ফ্লাইট ধরেছেন।
মুশফিক ও তাসকিন খেলবেন জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন লিগে। জোবার্গ বাফেলোস হয়ে খেলবেন মুশফিক। তাসকিন খেলবেন বুলাওয়েও ব্রেভসে খেলবেন।
এই লিগটিও শুরু হবে আগামীকাল থেকে। উদ্বোধনী দিনেই ইরফান পাঠানের হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনের বুলাওয়ে ব্রেভস।
কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:৫৭