স্পোর্টস ডেস্ক : মহাকাব্যিক লড়াইয়ে নোভাক জকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনে সেরা হয়েছেন কার্লোজ আলকারাজ। ২০ বছরের স্প্যানিশ তরুণের কাছে যা ‘জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত’। সেন্টার কোর্টে রবিবারের ফাইনাল ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জিতে নেন আলকারাজ।
এই ম্যাচ জকোভিচ জিতলে ২৪তম গ্ল্যান্ড স্ল্যামের স্বাদ পেতেন। সার্বিয়ান তারকার উইম্বলডনে শিরোপার সংখ্যা হতো ৮। কিন্তু র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আলকারাজ তা হতে দেননি। গত বছর ইউএস ওপেন জেতার পর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ নেন তিনি।
তবে এবারের উইম্বলডন জয়ের আনন্দ আলকাজারের কাছে অন্যরকম, ‘নোভাককে হারানো, উইম্বলডন জেতা, যখন টেনিস শুরু করেছি তখন থেকেই এমন স্বপ্ন দেখেছি। আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত এটি। এবং অনেক দিন পর্যন্ত এটা থাকবে।’
শুরুতে মনে হচ্ছিল তরুণ আলকারাজকে সহজেই হারিয়ে দেবেন জকোভিচ। প্রথম সেট খুব সহজেই নিজের করেন তিনি। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান আলকারাজ। জিতে নেন পরপর দুই সেট। তবে চতুর্থ সেট জিতে ম্যাচটা শেষ সেটে টেনে নেন জকোভিচ। যেখানে আর পারেরনি তিনি। শেষ হাসি হেসেছেন আলকাজার।
এমন লড়াইয়ে শেষ পর্যন্ত হারলেও কোনো দুঃখ থাকত না বলে মন্তব্য করেছেন আলকাজার, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে। এমনকি হেরে গেলেও আমি নিজেকে নিয়ে গর্বিত হতাম। এই গ্র্যান্ড স্ল্যামের এই পর্যায়ে এমন কিছু করা, ২০ বছর বয়সী একটি ছেলের জন্য খুব দ্রুতই হয়ে গেল। সত্যিই নিজেকে নিয়ে আমি গর্বিত।’
স্বপ্নের তারকা জকোভিচকে অভিনন্দন জানিয়ে আলকারাজ আরও বলেন, ‘নোভাককে অভিনন্দন জানাতেই হবে। তার বিপক্ষে খেলাটা অসাধারণ ছিল। আমি তার সম্পর্কে কি বলতে পারি? এটা অবিশ্বাস্য। আপনি আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন, টেনিস খেলে যেটা আমি ছোট থেকেই দেখছি। আমি জন্মের পর থেকেই আপনার খেলা দেখেছি।’
কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০২