স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরু হতে আরও একদিন বাকি। এর আগেই আজ সোমবার একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। এক ম্যাচ পর সেই একাদশে ফিরেছেন গতি তারকা জেমস অ্যান্ডারসন। ৪১ ছুঁইছুঁই অ্যান্ডারসনকে হেডিংলিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে বিশ্রাম দিয়েছিল ইংল্যান্ড।
ওই ম্যাচ জিতে সিরিজ ২-১ করে ফেলেছে বেন স্টোকসের দল। চলতি অ্যাশেজে এখন পর্যন্ত দুই ম্যাচের চার ইনিংসে ৭৫.৩৩ গড়ে জিমির শিকার ৩ উইকেট। বোঝাই যাচ্ছে, দুর্দান্ত এই পেস মহাতারকা ছন্দে নেই। এজবাস্টন ও লর্ডসের ওই দুই ম্যাচই হেরে যায় ইংলিশরা। হেডিংলিতে তৃতীয় ম্যাচে জিমির বদলি হিসেবে একাদশে ছিলেন ওলি রবিনসন। যিনি প্রথম ইনিংসে নিজের ১২তম ওভার করতে গিয়ে হাঁটুতে চোট পান। পরের ইনিংসে তাকে আর বোলিং করতে দেখা যায়নি।
কাঁধের চোটে অ্যাশেজ থেকে অলি পোপ ছিটকে যাওয়ায় হেডিংলি টেস্টে ব্যাটিং লাইন-আপে পরিবর্তন আনতে হয় ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে তিন নম্বরে নামানো হয় হ্যারি ব্রুককে। সেখানে তিনি ব্যর্থ হন। পরে দ্বিতীয় ইনিংসে নিজের পছন্দের পাঁচ নম্বর পজিশনে নেমে ম্যাচ জেতানো ফিফটি করেন ব্রুক।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, মইন আলি, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০০