কিন্তু সেসবকে পণ্ড করে দিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল বজ্রঝড়। বৃষ্টি আর দমকা বাতাসে শঙ্কা জেগেছিল অনুষ্ঠান বাতিলের। সমর্থকদেরও পোহাতে হয়েছে দুর্ভোগ। একটা সময় শঙ্কা সত্যি হতে চলেছিল। কিন্তু ফুটবল জাদুকরের পা ডিআরবি পিএনকে স্টেডিয়ামে পড়তেই থেমে যায় বৃষ্টি, উচ্ছ্বসিত দর্শকরা ফিরতে শুরু করেন গ্যালারিতে। মেসিও তখন তাদের অভিবাদন জানান।

মেসি মাঠে প্রবেশ করার কিছুক্ষণ পরই শুরু হয় অনুষ্ঠান। গানের সুরে সুরে তাকে বরণ করে নেওয়া হয়, পরে তার হাতে তুলে দেওয়া হয় মায়ামির ১০ নম্বর জার্সিটি। যা পরেই আগামী ২১ জুলাই খেলতে নামবেন তিনি। তার আগে আজ সেটা মেসির হাতে তুলে দেন মায়ামি কর্তৃপক্ষ।
পরে মেসির হাতে তুলে দেওয়া হয় মাইক্রোন। মেসি এসময় বলেছেন, ‘প্রথমত, আমি আপ্লুত আপনাদের এই ভালোবাসা দেখে। তাই মায়ামির সব মানুষকে অনেক ধন্যবাদ। আমি এখানে এসে আপনাদের সঙ্গে থাকতে পারব, এটা ভেবেই আমার ভালো লাগছে। আমাকে স্বাগত জানানোর জন্য জোসে মাস ও ডেভিড বেকহামকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার জন্য সবকিছু সহজ করে দিচ্ছে, আমি আসার আগে থেকেই শহরটা কেমন দর্শনীয় হয়ে উঠেছে।’
আর তখনই জানান মাঠে গিয়ে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে তিনি মুখিয়ে আছেন, ‘আমি দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে চাই। তাদের সঙ্গে মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে আছি। আমি মায়ামির হয়ে জিততে চাই, পাশাপাশি ক্লাবের উন্নতিতেও রাখতে চাই ভূমিকা। আশা করি আপনার আমাদের এই স্বপ্নযাত্রার সঙ্গে যোগ দেবেন।’
মেসি যোগ করেছেন, ‘এখানে স্বাগত জানানোর জন্য আমি আমার নতুন সতীর্থদের ধন্যবাদ জানাই। আমার পরিবারের সঙ্গে এই সঙ্গে শহরটি বেছে নিতে পেরে এবং একটি স্বপ্নযাত্রার অংশ হচ্ছি এটা ভেবেই আমি আনন্দিত অনুভব করছি। আশা করি এখানে খুব সুন্দর ও ভালো একটি সময় কাটবে। আজকের এই সুন্দর দিনটা আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।’